প্রেস বিজ্ঞপ্তি ॥ কৃমি নিয়ন্ত্রন করা না হলে শিশু-কিশোরদের পক্ষে সুস্থ হয়ে বেড়ে উঠা সম্ভব নয়। তাই সুস্থতার জন্য জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহকে সফল করে তোলতে হবে। হবিগঞ্জ পৌরসভায় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্বোধনকালে এসব কথা বলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি শনিবার সকালে হবিগঞ্জ টাউন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সপ্তাহের উদ্বোধন করেন। মেয়র কর্মসূচীর সাথে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন আপনারা অতীতে যেমন যে কোন সরকারী কর্মসূচী সফল করতে হবিগঞ্জ পৌরসভাকে সহযোগিতা করেছেন তেমনি এ সপ্তাহকে সফল করে তোলতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর কাউন্সিলর অর্পনা বালা পাল, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ কর্মসূচীতে সকল প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডার গার্টেন ও এতিমখানার ৫ হতে ১৬ বছর বয়েসী ছাত্রছাত্রীকে কৃমির ঔষধ খাওয়ানো হবে। হবিগঞ্জ পৌরসভায় এ কর্মসুচীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ছাত্রছাত্রী।