স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে মোটরসাইকেল চোরচক্রের গডফাদার ও মাদক ব্যবসায়ী খোকন মিয়া (২৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে দক্ষিণ মোহনপুর গ্রামের আব্দুল বারিকের পুত্র। গতকাল শনিবার বিকেলে সদর থানার এসআই সাহিদ মিয়ার নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে খোকনকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে প্যাণ্টের পকেট থেকে উল্লেখিত সংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।