মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ৫-১৬ বৎসরের প্রায় ৮৫ হাজার শিক্ষার্থীদের কৃষিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। শনিবার সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান আনুষ্টানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০টি মাদ্রাসা, ৩১০টি কিন্ডার গার্টেন ও এনজিও স্কুল এবং ঝড়েপড়া শিশুসহ ৮৪ হাজার ৮শ ৪৯জনকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে।