কাওসার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজার পৌরসভার ৬নং ওয়ার্ড, পার্শ্ববর্তী কুসুমবাগ এলাকা এবং খলিলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার দুপুরের পর ১৪৪ ধারা জারি করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এদিকে মৌলভীবাজারে আইনশৃংখলা বাহিনীর ঘিরে রাখা দুটি বাড়ির মধ্যে টিনশেড বাড়িটি দুই মাস আগে প্রাণ-আরএফএল’র ম্যানেজার পরিচয়ে ভাড়া নেন বেলাল আহমেদ নামে এক ব্যক্তি। এর আগে সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ভাড়া নেবার সময়ও একই পরিচয় দিয়েছিল জঙ্গিরা। বুধবার (২৯ মার্চ) বাড়ির কেয়ারটেকার জুয়েল মিয়া (৩৫) এ তথ্য জানিয়েছেন।
জুয়েল জানান, লন্ডন প্রবাসী সাইফুল রহমানের নাসিরপুরের টিনশেড পাকা বাড়িটি প্রাণ-আরএফএলের ম্যানেজার পরিচয়ে মাসিক ৬ হাজার ৬০০ টাকায় ভাড়া নেন বেলাল আহমেদ।
এ বাড়িতে বেলাল, তার স্ত্রী ও শ্যালক থাকতেন। তারা তিনজন খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং রাতে বাড়ি ফিরতেন।
জুয়েল আরো জানান, বড়হাটের নির্মাণাধীন তিনতলা বাড়িটি তিন মাস আগে প্রাণ-আরএফএল’র ম্যানেজার পরিচয়ে মাসিক ৭ হাজার ২০০ টাকায় ভাড়া নেন মাহফুজ নামে আরেক ব্যক্তি। পুরো বাসায় থাকতেন মাহফুজ, তার চার সন্তান, স্ত্রী ও শ্বশুর-শাশুড়ীসহ ৮ জন। জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ওই বাড়ি দুটিতে মোট ১১ জন জঙ্গি অবস্থান করছে বলে জানিয়েছেন মৌলভীবাজারের অতিরিক্তি পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী।
তিনি জানান, দুটি আস্তানায় অবস্থান করা ১১ জঙ্গিকে জীবিত আটকের সর্বাত্মক চেষ্টা করছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২৮ মার্চ) গভীর রাত থেকে শহরের বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে নাসিরপুর গ্রামের ওই দুটি জঙ্গি আস্তানা ঘেরাও করে রাখে পুলিশ। বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে, আর নাসিরপুরের আস্তানাটি একটি একতলা বাড়িতে। দুটি বাড়িই লন্ডন প্রবাসী সাইফুল রহমানের মালিকানাধীন। এদিকে, বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যেও দু’টি জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সাড়ে ১০টার দিকে বড়হাটের আস্তানার ভেতরে বিকট শব্দে তিনটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত মৌলভীবাজারের দু’টি জঙ্গি আস্তানায় অভিযানে যোগ দিতে ঢাকা থেকে রওনা দিয়েছে সর্বাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাক্টিকস টিম সোয়াট। বুধবার বেলা সোয়া ১১টার দিকে সোয়াটের একটি টিম মাইক্রোবাসযোগে ঢাকা থেকে রওনা দেয় বলে জানিয়েছে একটি সূত্র।