প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর ও ভবানীপুর দীর্ঘ দিন যাবত সৃষ্ট বিরোধ নিস্পত্তি করে দিলেন জেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম। দীর্ঘ প্রায় ৫/৬ বছর পূর্বে নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর ও ভবানীপুর গ্রামের মধ্যে রাস্তা, জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ সৃষ্টি হয়ে দুটি গ্রামের অনেক লোকজন আহত হয়। উভয় পক্ষের মাঝে হামলা সহ একাদিক অনেক মামলা দায়ের করেছেন। এমন কি উক্ত গ্রামের লোকজনের নানা জটিলতার কারণে এলাকার চেয়ারম্যান, মেম্বার ও মুরব্বিগণ বিরোধ নিস্পত্তি করতে পারেননি। অবশেষে গত ২৮মার্চ সকাল ১১টায় হবিগঞ্জ জেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম এর সভাপতিত্বে নোয়াপাড়া ইউনিয়ন সহ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের সুশিল সমাজ, বিশিষ্ট মুরব্বিদেরকে নিয়ে শাহপুর গ্রামে উভয় পক্ষকে নিয়ে শালিশ বৈঠক বসে। উভয় পক্ষের জবানবন্দি শুনে একপর্যায়ে উভয় পক্ষকে মিলিয়ে দেন এবং সকল মামলা তুলে নেওয়ার জন্য আদেশ দেন প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম। প্যানেল চেয়ারম্যান বলেন গ্রামের রাস্তার জন্য যে সমস্যা রয়েছে সে রাস্তা তিনি করে দিবেন বলে প্রতিশ্র“তি দেন। এ সময় শালিশ বৈঠকে দুই গ্রাম সহ পার্শ¦বর্তী গ্রামের সহস্রাধি লোকজন উপস্থিত ছিলেন।