স্টাফ রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে হবিগঞ্জ নাগরিক কমিটি কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযান উপলক্ষ্যে নাগরিক কমিটির ৬ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হচ্ছে।
সংবর্ধিত মুক্তিযোদ্ধরা হচ্ছেন, প্রাক্তন এমপি ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এডঃ চৌধুরী আব্দুল হাই, এডঃ সৈয়দ আফরোজ বখত, ডাঃ সিএম দিলওয়ার রানা, অধ্যাপক মুহাম্মদ আব্দুজ জাহের, মোহাম্মদ আলী মমিন ও সৈয়দ জাহেদুল ইসলাম জাহিদ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম ও বিশেষ অতিথি থাকেবন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। এতে হবিগঞ্জের দেশপ্রেমিক সকল নাগরিককে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংবর্ধনা উপ-কমিটির আহ্বায়ক তবারক আলী লস্কার, সদস্য সচিব আমজাদ হোসেন চৌধুরী ও নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তালুকদার।