মকিস মনসুর, যুক্তরাজ্য থেকে ॥ গত ২৭ শে মার্চ বৃটেনের হাউস অব কমন্সের দি টেরেস প্যাভিলিয়নে যুক্তরাজ্য আওয়ামীলীগ ব্রিটিশ পার্লামেন্টের অর্ধ শতাধিক সংসদ সদস্যদের পদচারণায় ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ২০১৭ এর অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করে নব ইতিহাস সৃষ্টি করেছে যুক্তরাজ্য আওয়ামীলীগ। বিষয়টি জানিয়েছেন সাংবাদিক মকিস মনসুর আহমদ। অতীতের মতো বৃটেন বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে দেশের উন্নয়ন অগ্রগতিতে পাশে
থাকবে বলে বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি, বিরোধী দল লেবার পার্টি, লিবারেল ডেমোক্র্যাটস ও স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির অর্ধ শতাধিক এমপির উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়। যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি, হোস্ট লেবার দলীয় এমপি জিম ফিটসজপেট্রিক, বঙ্গবন্ধুর দৌহিত্রী টিউলিপ সিদ্দীক এমপি, রুশনারা আলী এমপি, রুপা হক এমপি, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন, বৃটিশ এমপি এল্যান মেইল, জনাথন অ্যাশওয়ার্থ, টম ব্লেইক, পল স্কালি, স্টিফেন টিমস, লিজ কেন্ডাল, কারেন বাক, এঞ্জেলা রায়নার, লূইসি এলমান, স্টিফেন টুইগ, জিম দাউদ, মার্ক হেনরিক, গিবেন বারওয়েল, জেস পিলিপস, জেসিকা মর্ডান, জনাথন ডিজেজানলি, নিক ডাকিন, ক্রিস ম্যাথসন, ফিলিপ ডেভিস, ডেইভ এন্ডারসন, জিম কানিংহাম, নাজ শাহ, চি ওনওয়ারা, টমি শেফার্ড, ওয়েস স্ট্রেটিং, কেলভিন হপকিন্স, মাইক গেইভস, কেভিন জন্স, এমা লুয়েল বাক প্রমুখ। এমপি সহ ২২ জন পার্লামেন্টের এমপিবৃন্দ ও বক্তব্য রাখেন। ঐতিহাসিক এই অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগ, মহিলা আওয়ামীলীগ, যুক্তরাজ্য যুবলীগ, মহিলা যুবলীগ, যুক্তরাজ্য কৃষকলীগ, যুক্তরাজ্য তাতীলীগ. যুক্তরাজ্য শ্রমিকলীগ, যুক্তরাজ্য ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ ও জাস্টিস ফর বাংলাাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে নেতৃবৃন্দ সহ বিভিন্ন শহর থেকে আগত আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়া ও বিভিন্ন কাউন্সিলের মেয়র, কাউন্সিলারবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় ও পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ৭৫’র ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যবৃন্দ এবং সকল শহীদানদের স্মরণে এবং ব্রিটিশ পার্লামেন্টের সামনে ও বাংলাদেশের সিলেটে বোমা ও সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।