মাধবপুর প্রতিনিধি ॥ সিলেট সহ সারা বাংলাদেশের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। মাধবপুর উপজেলার শাহজিবাজারে মাধবপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আনু মোহাম্মদ সুমন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। মিছিলটি শাহজিবাজার ১নং গেইট থেকে শুরু করে শাহজীবাজার দরগাহ্ গেইট পর্যন্ত ঘুরে এসে হযরত শাহ্ সোলেমান ফতেহ্ গাজী মাজার সামনে এক পথ সভার মধ্য দিয়ে সমাপ্ত করা হয়। উক্ত পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও বাঘাসুরা ইউনিয়ন ছাত্রগীগের সাধারণ সম্পাদক আনু মোহাম্মদ সুমন। এছাড়াও বক্তব্য রাখেন বাঘাসুরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবুল হাসান কায়েজ, জাফরূল, নূরুল আমিন, তোফাজ্জল হোসেন, আব্দুল কাইয়ুম সানি, আরিফুল কবির অনিক, ছাব্বির আহম্মেদ, এখলাছ আবু ফায়েজ, কামাল রুবেল, মিঠুন চন্দ্র শীল, মহি উদ্দিন, মোসাইদ, ফেরদৌস, হাবিবুর রহমান, বাবু প্রমূখ।