মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভার আলাকপুর গ্রামে বুধবার সকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমির আলী (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে মাধবপুর পৌর শহরের আলাকপুর গ্রামের গোলাম আলীর ছেলে আমির আলী বাড়িতে একটি বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় স্বজনরা আমির আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।