মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকা থেকে ফেন্সিডিল ও গাঁজাসহ দু’মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোররাতে থানার এস.আই আবুল কাসেম ওই এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ ব্রাহ্মনবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার আনোয়ারপুর গ্রামের আনু ভূইয়ার ছেলে মাইনুল ইসলাম সুমন (৪০) ও একই গ্রামের আমানত উল্লার ছেলে সুমন মিয়া (২৫) কে গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।