নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহান স্বাধীনতা দিবসের সূর্য উদয়ের সাথে সাথে নবীগঞ্জ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির পক্ষ থেকে নবীগঞ্জ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। সমিতির আহবায়ক রহমান ফার্মেসির স্বত্বাধিকারী মহিবুর রহমান (আকল) এর নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পস্তর্বক অর্পনকালে উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম আহবায়ক যথাক্রমে অনুপ আচার্য্য (আশালতা ড্রাগস), হরিপদ দাশ (লোকনাথ ফার্মেসি), রিন্টু কুমার দাশ (পুষ্প মেডিকেল হল), বাবুল দেব (দেব ফার্মেসি), সুমন দেবনাথ (সাবিত্রী মেডিকেল হল), রিয়াজ আহমেদ (গ্রীন লাইট ফার্মেসি), পল্লব দাশ (পপুলার ফার্মেসি)। এছাড়াও পুষ্পস্তবক অর্পনকালে সারদা মেডিকেল হল, জয় গোপাল ফার্মেসি, তৃনা ড্রাগ হাউজ, প্রাচী ফার্মেসি, মারুফ ক্লিনিক, মিলন মেডিকেল হল, দেবনাথ মেডিকেল সার্ভিস, মা ফার্মেসি, অজিত রায় ড্রাগ হাউজ, নিউ পুষ্প মেডিকেল হল, আল মদিনা ফার্মেসি সহ বিভিন্ন ফার্মেসির মালিকগণ উপস্থিত ছিলেন।