প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হবিগঞ্জ শহরের যশেরআব্দায় অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রবিবার এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনীর আয়োজন করে যশেরআব্দা যুব কল্যাণ সংস্থা। যশেরআব্দা মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে শতাধিক ছাত্রছাত্রী। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল আমিন ওসমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রওশন রেজা এম্পায়ারের স্বত্বাধিকারী যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক শাহ হাবিবুর রহমান বেলায়েতী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পূবালী ব্যাংক শাখার ম্যানেজার রোটারিয়ান মোঃ নোমান মিয়া ও নুরানী জামে মসজিদের খতিব মাওলানা আবুল বাশার আল-হানাফী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ উসমান মিয়া, শেখ মোঃ আলাউদ্দিন, প্রবাসী মোঃ লুকুজ মিয়া, জয়নাল আবেদীন জয়, মোঃ আজিজুল ইসলাম, মোঃ শিশু মিয়া, মোঃ এমরান মিয়া, মোঃ লিয়াকত আলী, আব্দুল আউয়াল, শাহজাহান মিয়া ও আব্দুল কাইয়ুম। প্রধান অতিথি শাহ মোঃ হাবিবুর রহমান বেলায়েতী বলেন, খেলাধুলার আয়োজন করলে শিশু-কিশোরদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। তাই শিশুদের সুস্থ মনন বিকাশে খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। অনুষ্ঠান পরিচালনা করেন যশেরআব্দা যুব কল্যাণ সংস্থার সভাপতি কৌতুক অভিনেতা সিরাজুল ইসলাম জীবন ও সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান শাহীন। পরে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীরা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।