প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও যুক্তরাজ্য মিডল্যান্ড আওয়ামী যুবলীগ এর সহ-সভাপতি আব্দুল মুকিত এর যুক্তরাজ্য গমন উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে কুর্শি গ্রামের ছাত্রলীগ নেতা মির্জা আশরাফুল বেগ এর বাড়িতে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ কনর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব মিডল্যান্ড যুবলীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মুকিত। বিশেষ অতিথি কুর্শি ইউপি যুবলীগের আহবায়ক নেছার আহমেদ জগলু, সাংবাদিক এম মুজিবুর রহমান, পৌর যুবলীগের সদস্য দেওয়ান জাবেদ আহমেদ, তালুকদার সিরাজুল ইসলাম জাহেদ, কুর্শি ইউনিয়নের যুগ্ম আহবায়ক আবুল হোসেন, ছাত্রলীগ নেতা আশারাফুল বেগ, তরুনলীগের যুগ্ম আহবায়ক বুলবুল আহমদ চৌধুরী, যুব সংহতির নেতা রঞ্জু দেব, যুবলীগ নেতা আবুল ফজল, মোঃ জালাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব, সুৃমন আহমেদ, লিটন মিয়া, মোঃ ফুল মিয়া, তারেক আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, কাজল মিয়া, সেম্পুল মিয়া, আবুল মজিদ, ময়নূল হক, আলীম, সামসু, মুহিম চৌধুরী প্রমুখ।
অনুষ্টানে মির্জা আশরাফুল বেগ ও তারেক আহমেদ চৌধুরীর পক্ষ থেকে আব্দুল মুকিতকে প্রবাসী সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিত্ব আব্দুল মুকিত সময় স্বল্পতার কারনে অনেকের সাথেই যোগাযোগ করতে না পারায় আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করে তিনি সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেন।