প্রেস বিজ্ঞপ্তি ॥ রোটার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াই-এর উদ্যোগে শহরের পুরান মুন্সেফি এলাকায় রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে। গত শনিবার বিদ্যালয়ে প্রাঙ্গনে ক্লাব সভাপতি রো: এডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান রো: তরফদার মোঃ জাকারিয়া রুবেলের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সদ্য (অবঃ) প্রধান শিক্ষিকা বদরুন্নাহার। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মর্তুজা ইমতিয়াজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা করিমুন্নেছা চৌধুরী, এসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান ডাঃ এস এম আল আমিন সুমন, সহকারী শিক্ষিকা আলেয়া বেগম, শাহ মাহবুবা বেগম, গৌরী রাণী রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান ডাঃ আলী আহসান চৌধুরী পিন্টু, রো: এডভোকেট মোঃ আশিক মিয়া, রো: শাকের আমীন, রো: সৈয়দ মনজুরুল হাসান, রো: মিজবাহুর রহমান জুয়েল, রো: মিফতা, রো: রাকিব, রো: জায়েদ, রো: রুহেল, রো: সাইফুল, রো: আমিনুল, রো: রবিউল, রো: আলমগীর ও শর্মী প্রমূখ। সভায় বক্তারা রোটার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং যাবতীয় কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ৫০ জন গরীব শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করা হয়।