মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এসএফএএম শাহজাহান দু’মাস সফল ভাবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে কর্মস্থলে যোগদান করায় সর্বস্তরের জনসাধারনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। মঙ্গলবার সকালে অফিসে আসলে উপজেলা বিএনপির পক্ষ থেকে সভাপতি ওমর আলী মাষ্টার, সহ-সভাপতি হাজী অলিউল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগের নেতৃত্বে নেতৃবৃন্দ এবং পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সহ-সভাপতি মশিউর রহমান বাদশার নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া বুল্লা ইউনিয়ন বাসীর পক্ষে চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন ও বিএনপি সভাপতি মিছির আলীর, পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষে সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সদস্য গোলাপ খানের, উপজেলা ছাত্রদলের পক্ষে সাবেক সভাপতি হাজী মাসুকুর রহমান ও মোস্তফা কামাল, উপজেলা যুবদলের পক্ষে সভাপতি এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শামীম, পৌর যুবদলের পক্ষে সভাপতি হাজী ফিরোজ মিয়া, সহ-সভাপতি শফিক খান, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, আন্দিউড়া ইউনিয়নবাসীর পক্ষে মফিজুল ইসলাম ও এখলাছুর রহমান সিরাজী, আদাঐর ইউনিয়নবাসীর পক্ষে সাবেক চেয়ারম্যান মীর খুরশেদ আলম ও সাজিদুর রহমান কণা মেম্বার, পৌরসভার পক্ষে কাউন্সিলর রফু মিয়া, বাজারের পক্ষ থেকে শেখ জহিরুল ইসলাম ও শেখ রতন, বহরা ইউনিয়নবাসীর পক্ষে আব্দুল জলিল ও আবু মোঃ শাহীন আলম, নোয়াপাড়া ইউনিয়নের পক্ষে আব্দুর রশিদ লঘুজ ও নয়ন মিয়া, পৌর ছাত্রদলের পক্ষে আহবায়ক আলমগীর কবির, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন ও জসিম শিকদার স্বেচছাসেবক দলের পক্ষে আহবায়ক সৈয়দ মোঃ সোহেল ও সাইফুল ইসলাম, জাসাসের পক্ষে আহবায়ক সানিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ফুল দিয়ে শুভেচ্ছা জানান।