প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার শিকান্দরপুর ও কুর্শা খাগাউড়া মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক পরিচালিত দুটি মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল ২৮ মার্চ বিকালে সিকান্দরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমসি’র সভাপতি মোঃ ইকবাল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক আরএম মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, শচীন্দ্র কলেজের প্রভাষক মোহাম্মদ জিয়াউল হক।
প্রধান শিক্ষক জুবায়ের আহমেদ এর সঞ্চালনায় মোঃ বিদ্যুৎ হোসেনের পরিচালনায় অন্যান্যর মাঝে বক্তৃতা করেন ব্র্যাক উন্নয়ন সমন্বয়কারী মোঃ ওয়াজেদ আলী, মোঃ জাকির হোসেন তরফদার প্রমূখ।
পূর্বাহ্নে কুর্শা খাড়াউড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএমসির চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন। প্রধান অতিথি ছিলেন ব্র্যাক আরএম মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ইউপি চেয়ারম্যান শাহ্ সওকত আরেফীন সেলিম, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শুকরানা। প্রধান শিক্ষক মোঃ গোলাম রব্বানীর সঞ্চালনায় ও সহকারী শিক্ষক মোক্তাদির তালুকদারের পরিচালনায় অন্যান্য’র মাঝে বক্তৃতা করেন মোঃ আব্দুল আলী, ব্র্যাক উন্নয়ন সমন্বয়কারী মোঃ ওয়াজেদ আলী প্রমূখ।