স্টাফ রিপোর্টার ॥ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সাজিদ মিয়া (৩০) কে আটক করেছে ডিবি পুলিশ। সে হবিগঞ্জ সদর উপজেলার দূর্লভপুর প্রকাশ এবদারপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ডিবি পুলিশের এসআই ইকবাল বাহার ও আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ শাহজীবাজার পাহাড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় ১ ডজন ডাকাতি মামলা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা করেছে।