স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের ঐতিহ্যবাহী ছালেহাবাদ মহিয়্যূচ্ছুন্নাৎ দাখিল মাদ্রাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসুচি পালন শেষে বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা সুপার মাওঃ আবুল কালাম সৈয়দ উবায়দুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মোঃ রাকিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান। অনুষ্টানে মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।