প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ ইজাজুর রহমানকে ১৩নং পানিউমদা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১ ঘটিকায় পানিউমদা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যাক্তিত্ব নবীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ৫ বারের নির্বাচিত পানিউমদা ইউপি চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান। পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ আরজদ আলী সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ ছিদ্দিক আলী’র উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, ৪নং ওয়ার্ড সদস্য মোঃ মুহিত মিয়া, ৬নং ওয়ার্ড সদস্য জহির আহমেদ জয় মিয়া, ৮নং ওয়ার্ড সদস্য মোঃ আবুল কালাম, ৭, ৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য মোছাঃ হামিদা বেগম, গন্যমান্য ব্যাক্তিদের মধ্যে মোঃ চুনু মিয়া মাস্টার, মোঃ আনিছ মিয়া, মোঃ ইয়াওর মিয়া। সংবর্ধনা সভায় সংবর্ধিত ব্যাক্তিত্ব ইজাজুর রহমান বলেন সামজে সৎ ভাবে নেতৃত্ব দিলে সমাজের লোক আমাদেরকে মাথায় উঠিয়ে রাখবে, তাই আমাদের উচিৎ সমাজের উন্নয়নে সর্বদা জনগণের পাশে থেকে তাদরে অধিকার নিশ্চিত করা।