এক্সপ্রেস ডেস্ক ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন ডিলসের বিরুদ্ধে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রোববার দুপুর ১টার দিকে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে পুলিশ ৪টি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২৮দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মতিহার থানার এসআই মোমেন সরকার ও আলাউদ্দিন আকবর। পরে শুনানি শেষে আদালতের বিচারক শারমিন সুলতানা ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মতিহার থানার পুলিশ জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের দায়ের করা ৪টি মামলায় ডিলসকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়। প্রসঙ্গত, গত ২ ফেব্র“য়ারি রাবিতে বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ যৌথ হামলা চালিয়ে ৩০জন গুলিবিদ্ধসহ শতাধিক আহত হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ গত ৫ ফেব্র“য়ারি নগরীর ভেড়িপাড়ার একটি বাসা থেকে মতিহার থানা পুলিশের একটি বিশেষ টিম ডিলসকে আটক করে। পরে তাকে ৪টি মামলায় গ্রেফতার দেখিয়েছে। তিনি ক্যাম্পাসে ‘স্টাইলিস্ট ডিলস’ নামে পরিচিত ছিলেন।
উল্লেখ্য যে, ডিলস’র বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে।