এ রহমান অলি, লন্ডন থেকে ॥ গত শনিবার লন্ডনের আলতাফ আলী পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্টসন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে পুস্পস্তবক অর্পন করেন লন্ডন প্রবাসী হবিগঞ্জবাসীগণ ও হ
বিগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠন তন্মধ্যে, হবিগঞ্জ ডিষ্ট্রীক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে, বৃন্দাবন সরকারী কলেজ এক্স-ষ্টুডেন্ট এসোসিয়েশন ইউকে, চুনারুঘাট এসোসিয়েশন ইউকে, ইয়ুথ এসোসিয়েশন ইউকে, ফ্রেন্ডস্ এলায়েন্স ৯২ ব্যাচ, নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকে ইত্যাদি সংগঠন গুলো। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজ, শহীদুল আলম চৌধুরী বাচ্চু, মারুফ চৌধুরী, এ রহমান অলি, কাজী তাজউদ্দিন আকমল, এম এ রহিম, খায়ের জামান জাহাঙ্গীর, দেওয়ান সৈয়দ রব মোর্শেদ, হালিম চৌধুরী, নাজমুল ইকবাল, ফরাস মিয়া, আফজাল খান, মাসুক মিয়া, আশিক মিয়া, মহিবুর রহমান, মির্জা আওলাদ, ফজলু মিয়া প্রমূখ।