নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের তাহিরপুর মাদ্রাসা বাজারস্থ আল আকসা স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে গত রোববার সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসচি পালন করা হয়। দুপুরে স্বাধীনতা দিবসের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার বিরতণ করা হয়। স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব হাবিবুর রহমান খানের সভাপতিত্বে ও মোঃ তপু মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুর্শি ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল মুকিত। বিশেষ অতিথি নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পদক মোঃ এরশাদ আলী, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সজলু মিয়া, মোঃ জাকির হোসেন, মোঃ জুয়েল মিয়া, নেছার আহমেদ জগলু, সাংবাদিক ও গীতিকার এম মুজিবুর রহমান, মোঃ রিপনুজ্জামান, শিক্ষক মোঃ সোহেল আরমান, মোঃ শাহ জামান, মোঃ ইব্রাহীম, শিক্ষিকা হুসনা বেগম, সুমি বেগম, খাদিজা আক্তার, রীনা বেগম, রওশনারা বেগম, জুবলি বেগম, নীলা আক্তার, ছাত্রীদের পক্ষে মাহবুবা আক্তার মিলি প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ লিটন মিয়া, সিরাজুল ইসলাম জাহেদ, মিছবাউজ্জামান, জহিন আহমেদ, শেখ জহির হোসেন, সুয়েব আহমদ, হেলিম আহমদ প্রমূখ।
সভায় প্রধান অতিথি আব্দুল মুকিত উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে কোমল মতি ছাত্র/ছাত্রীদের মেধা বিকাশের লক্ষে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলার আহবান জানান তিনি। তিনি একটি কম্পিউটার প্রদানের ঘোষনা দেন।