প্রেস বিজ্ঞপ্তি ॥ ২৬ মার্চ রবিবার মাদ্রাসা মাঠে-মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক মাওঃ এম এ রহিম ও অফিস সহকারী ছালেক উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবিগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাদেক হুসেন। এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ। প্রধান অতিথি বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এতে আরও বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মাওঃ শামসুল হক, কমিটি সদস্য মাসুক মিয়, সাহাব উদ্দিন প্রমুখ।