আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা পালন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি শেষে শহীদ বেধিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন। পরে সালাম গ্রহন। কুচকাওয়াজে অংশ নিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা শরীরচর্চা প্রদর্শনী করে। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. মোঃ মাহবুব আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান, মেয়র হীরেন্দ্র লাল সাহা, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন পিপিএম, মুক্তিযোদ্ধা সুকোমল রায় প্রমূখ।
দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডঃ মাহবুব আলী। যুবলীগ সভাপতি ফারুক পাঠানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ফাতেমাতুজ জহুরা রিনা, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য সুকোমল রায়, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু, মুক্তিযোদ্ধা ফুল মিয়া, জাপা নেতা আক্তার হোসেন মনির, মিজানুর রহমান প্রমুখ।