মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় দুই জাপা নেতা আহত হয়েছেন। গুরুতর অবস্থায় পৌর জাতীয় পার্টির সাবেক সেক্রেটারী জামাল উদ্দিনকে সিলেট ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গত রবিবার সকাল ১১ টার দিকে পৌর জাতীয় পার্টির সাবেক সেক্রেটারী জামাল উদ্দিন ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি কদর আলী মোলা মোটর সাইকেল যোগে তেলিয়াপাড়া স্মৃতি সৌধে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কাচারি নামক স্থানে পৌছুলে মোটর সাইকেল দূঘটনায় দুইজন আহত হয়।