মো: আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পৃথক সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার নবীগঞ্জ সদর ইউনিয়নের হালিতলা, পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামে ও ইনাতগঞ্জ ইউনিয়নের মানিকপুর গ্রামে এ সংঘর্ষ হয়।
স্থনীয় সূত্রে জানা গেছে, হালিতলার গ্রামের শহিদ মিয়া ও তোফাজ্জল মিয়ার মধ্যে গতকাল শনিবার সকালে বাড়ির রাস্তার জায়গা নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের মহিলাসহ ১৫ জন আহত হয়। আহতের মধ্যে ১১ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্ভতি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। আহতরা হলেন আমিরুন নেছা (৮০), মকদুল হোসেন (৩০), মামুন মিয়া (২৭), আয়েশা বেগম (৩০), ইয়াছমিন (১৬), ফাহিমা (১৩), আয়েশা বেগম (৩০), হাসান আলী (৪০), কুরুশ আলী (৩২) ও বিলাল মিয়া (১৫)। একই দিনে পূর্বতিমির গ্রামের দুই সহোদর আব্দুল মতিন ও আব্দুল মজিদ এর মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হয়। আতদের মধ্যে আব্দুল মতিন (৩৮), আব্দুল মজিদ (৪০), হুসনেহারা (৩৫), রুহেল মিয়া (১০), সাকিল আহমেদ (১৮) ও হুসনেহারা (৪৫)। অপরদিকে মানিকপুর গ্রামের আফতার মিয়া ও আব্দুর রহিমের মধ্যে জায়গা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আহত আফতার মিয়া (২৫)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।