স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার আলিফ সোবহান চৌধুরী কলেজে এমপি কেয়া চৌধুরী’র নেতৃত্বে যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে কলেজের শহীদ মিনারে কাছে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে শহীদদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিটি নিরবতা পালন ও দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি কেয়া চৌধুরী ও উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার ডাঃ আবুল হোসেন আলোক প্রজ্বলন করেন। গণহত্যার শিকার সকল শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সভায় প্রধান অতিথি’র বক্তব্যে আলিফ সোবহান চৌধুরী কলেজ গভর্নিং বডি’র সভাপতি এমপি কেয়া চৌধুরী বলেন, ৭১ সালের এ রাতে পাক ঘাতকরা নিরীহ বাঙ্গালীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। এতে প্রায় ৬০ হাজার বাঙ্গালী শহীদ হন। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এ দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘গণহত্যা দিবস’ ঘোষণা করেছে। এ দিবসটি বাহুবলের মাটিতে পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালীর অধিকার আদায়ের জন্য ৬ দফা দাবী করেন। পাক সরকার তা মেনে নেয়নি। ৭০ এর নির্বাচনে আওয়ামীলীগ জয়লাভ করে। তাও পাকরা মেনে নেয়নি। একের পর এক হেরে গিয়ে, তারা নিরীহ বাঙ্গালীর উপর হামলা চালায়। অবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধে অংশ নেয়। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর দেশ স্বাধীন হয়।
প্রভাষক আপ্তাব উদ্দিন ও প্রভাষক আইয়ূব আলীর যৌথ পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন, বাহুবল মডেল থানার ওসি মোঃ মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, গভর্নিং বডি’র সদস্য আশকার আলী, প্রভাষক আব্দুল হাই ভূইয়া, অনুপম ভদ্র, প্রভাষক হাবিবুর রহমান, মহিলা আওয়ামীলীগ নেত্রী রাহেলা মেম্বার, কৃষকলীগ নেতা লুৎফুর রহমান আখঞ্জি, সন্তান কমান্ডের আহবায়ক শামীম আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এমপি কেয়া চৌধুরী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে বরাদ্দ এনে এ কলেজে শহীদ মিনার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি নির্মাণসহ অনেক উন্নয়ন করছেন। তার সাথে বাহুবলের মাটিতে এ দিবসটি পালন করে প্রশংসিত হয়েছেন। এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সক্ষান কমান্ড, শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামী পরিবারের নেতাকর্মীসহ তৃণমূলের শত শত লোকজন অংশ নেয়।