চুনারুঘাট প্রতিনিধি ॥ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘ধামালি চুনারুঘাট’র আয়োজনে দুই দিনব্যাপী সিলেটী উৎসব শুরু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামের সামনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ধামালি’র প্রধান পৃষ্টষোক চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারী মোঃ আবু তাহের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এডিসি (রাজস্ব) মোঃ রুকন উদ্দিন, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট বেলায়েত হোসেন, নাহিদ হাসান, জালালবাদ এসোসিয়েশনের ক্রেক্রেটারী আ.প.ম সিরাজুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সজল দাস, যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, সিলেটস্থ চুনারুঘাট সমিতি সভাপতি মাসুদ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী সাইফুল আলম রুবেল, চুনারুঘাট পল্লী বিদ্যুৎ ডিজিএম কাজী শওকাতুল আলম, সমাজসেবক মিজানুর রহমান বাবুল প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন‘ ধামালি, চুনারুঘাট’ এর সভাপতি সুপ্রিমকোর্টের আইনজীবী মোস্তাক আহাম্মদের পরিচালনায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মহিদুল ইসলাম মনসুর ও সাধারণ সম্পাদক মামুন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাহার, সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক কাউসার তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকরামুুল ইসলাম আকরাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খন্দকার আলাউদ্দিন, অর্থ সম্পাদক আশফাক আহমেদ তৌশিক, সিনিয়র সদস্য মাহমুদ খায়ের, রঞ্জন বিশ্বাস, ঝর্না আলম, সদস্য মুর্শেদ, হাবিব, বিজয়, জাকিয়া লিজা, জাকিয়া লিপা, কন্ঠশিল্পী নীলিমা, নৃত্যশিল্পী দেবী, হেপী, দিতি, তৃনা, পপি, জাকিয়া লিভাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, ক্রিড়াবিদসহ নানা পেশার ব্যক্তিত্বগণ অংশ নেন।
উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী ধামালী, মনিপুরি ও বউ নাচ এবং গান পরিবেশন করেন ধামালি উপদেষ্টা বাংলাদেশ আইডল মন্টি, বাউল সাধক প্রাণ কৃষ্ণ ঘোষ, ধামালী শিল্পীবৃন্দ।