স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকালে এ সংঘর্ষ হয়।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের নানু মিয়ার সাথে একই গ্রামের সজলু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল উভয়পক্ষে সংঘর্ষ লিপ্ত হয়। এতে নানু মিয়া (৩৫), তার স্ত্রী নাজমা (২৫), মনু মিয়া (৩৪), কাছন মিয়া (৩৭), সজলু মিয়া (৩০), সাহেব আলী (২৭) ও তোতা মিয়া (২৫) আহত হয়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।