আবুল কাশেম, লাখাই থেকে ॥ “ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষা মুক্ত দেশ হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার সারা দেশের ন্যায় লাখাইয়ে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে স্বাস্থ্য বিভাগ ও হীড বাংলাদেশের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হল রুমে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ অপু কুমার সাহার সভাপতিত্বে ও যক্ষা নিয়ন্ত্রণ সহকারী মোঃ আব্দুল ওয়াহাবের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ডাঃ মোঃ এনামুল হক, কাজল লাল দাস, বিধান সোম, আসাদুজ্জামান, জিল্লুর রহমান প্রমূখ। সভায় বক্তাগণ যক্ষা নিয়ন্ত্রণে বিভিন্ন দিকনিদের্শনা মূলক মতামত প্রদান করেন।