স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ‘গণহত্যা দিবসকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কালিয়ারভাঙ্গা প্রাইমারী স্কুল প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, ৭১ সালের এ মাসেই যুদ্ধ শুরু হয়েছিল। পাক সেনাদের হাত থেকে দেশকে মুক্ত করতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশ নেয়। দীর্ঘ ৯ মাস লড়াইয়ের পর, দেশ স্বাধীন হলো। জাতির পিতার স্বপ্ন ছিল, সোনার বাংলাদেশ গড়ার। ঘাতকরা তা হতে দেয়নি। পিতার স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনা দেশজুড়ে ব্যাপকভাবে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছেন।
তিনি বলেন-আপনাদের জন্য, জননেত্রীর কাছ থেকে উন্নয়ন নিয়ে এসেছি। এর মধ্যে কারিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি-বুড়িনাউ সড়কের সংস্কার হবে। বিদ্যুৎ পাবেন শায়েস্তানগর ও তুষকানপুর গ্রামবাসী। বরাদ্দ দিয়েছি কালিয়ারভাঙ্গায় একটি গভীর নলকূপ। তিনি বলেন, আমি চেষ্টা করছি, আরও উন্নয়ন নিয়ে আসতে। মনে রাখবেন, এসব উন্নয়ন হচ্ছে শুধুমাত্র জননেত্রী ক্ষমতায় থাকায়। আসছে নির্বাচন। তাই আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। সভায় বক্তব্য রাখেন, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ পাঠান, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মেম্বার মোঃ আব্দর নুর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ দরজ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ হেলাল আহমদ, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ এশাদুল মিয়া চৌধুরী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রামকৃষ্ণ ঠাকুর, সাধারণ সম্পাদক মোঃ আনেয়ার মিয়া, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কয়েছ মিয়া, আওয়ামীলীগ নেতা হাজী আব্দুল মতিন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ডালিম আহমদ প্রমুখ। সভায় আওয়ামী পরিবারের তৃণমূল নেতাকর্মী, শত শত গ্রামবাসী অংশ নেন।