বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে চাঁদাবাজী বন্ধের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে সিএনজি শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মিরপুর বাজারে এ কর্মসূচি পালন করে শ্রমিকরা। শ্রমিকরা জানান, শ্রীমঙ্গল সড়কের কামাইছড়া ও মুছাই এলাকায় সিএনজি অটোরিক্সা চালকদের আটকিয়ে চাঁদা আদায় করে আসছে কতিপয় ব্যক্তি। এতে প্রতিবাদ করলেই চাঁদাবাজদের হাতে নাজেহাল হতে হয়। গতকাল বৃহম্পতিবারও ফারুক নামের এক সিএনজি চালকের কাছে তারা ৫০ টাকা চাঁদা দাবী করে। তিনি চাঁদা না দিতে চাইলে তারা তাকে মারধর করে সিএনজি আটকে রাখে। এ খবর বাহুবলের শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার এসআই জিয়া চাঁদাবাজদের গ্রেফতার ও চাঁদাবাজী বন্ধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। শ্রমিক নেতা আসকার আলী জানান, আমরা তিন দিনের সময় দিয়েছি তিন দিনের ভিতর চাঁদাবাজী বন্ধ না হলে পুরো উপজেলায় যান চলাচল বন্ধ করে দিব।