স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়ালের উদ্যোগে সদর উপজেলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের বিনামূল্য বেসিক কম্পিউটার ট্রেনিং এর উদ্বোধন করা হয়েছে। তরুন প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে কাজ করে এই ব্যাচে ১শ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন ইনস্ট্রাক্টর কামাল হোসেন মজুমদার।