স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দা থেকে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়া স্কুল ছাত্রীকে ২০ দিন পর উদ্ধার করেছে সদর থানা পুলিশ। পরে তাকে মেডিকেল পরীক্ষা শেষে পিতার জিম্মায় দেয়া হয়েছে। সূত্র জানায়, বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের ভানু শীলের কন্যা স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র তুষ্টি শীলের সাথে বিয়ে বাড়িতে পরিচয় হয় রাজিউড়া গ্রামের উমেদ নমশূদ্রের পুত্র এক সন্তানের জনক শংকর নমঃশুদ্রর (৩০)। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একজনকে আরেকজনকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে। বিষয়টি আচঁ করতে পেরে তুষ্টি শীলের পিতা ভানু শীল তাকে গালমন্দ করে। গত ৬ মার্চ দুপুরে শহরের যশেরআব্দা থেকে তুষ্টি শীল শংকরের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এ ঘটনায় তার পিতা শংকরের বিরুদ্ধে থানায় মামলা করলে ২০ দিন পর সদর থানা পুলিশ শহরের ২নং পুল এলাকার একটি বাসা থেকে গত বুধবার সকালে তাকে উদ্ধার করে। বুধবারই তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করলে আদালত তার জবানবন্দি গ্রহণ করে তার পিতার জিম্মায় দেন। এ বিষয়ে ওসি ইয়াছিনুল হক জানান, পিতার অপহরণ মামলায় তুষ্টিকে উদ্ধার করা হয়েছে এবং অপহরণকারীকে ধরতে অভিযান চলছে।