স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গোলগাঁও গ্রামে দুই ভাইয়ের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হল আমির হোসেনের পুত্র দিদার হোসেন (৩৫), তার স্ত্রী মিনারা খাতুন (৩০) ও কন্যা তাসপিয়া (২)। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সূত্রে জানা যায়, মাহমুদ হোসেনের পুত্র আবু মিয়ার সাথে ও দিদার হোসেনের শিশু বাচ্চা নিয়ে গতকাল বাকবিতন্ডা হয়। এর জের ধরে দুই ভাই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।