নবীগঞ্জ প্রতিনিধি ॥ গত ২৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ পৌর যুবলীগের সম্মেলন সফল করার লক্ষ্যে ৬নং ওয়ার্ড যুবলীগের কর্মী সভা চরগাঁও গ্রামে ওয়ার্ড যুবলীগের সভাপতি আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি মিলন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজল আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হুমায়ূন কবির। বক্তব্য রাখেন পৌর যুবলীগের সদস্য পিকলু চৌধুরী, জাবেদ আহমদ, পান্ডব দেব, অখিল দেব, সুবিনয় দাশ, ৬নং ওয়ার্ডের সহ সভাপতি মিজান চৌধুরী, ইব্রাহিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক পারভেজ চৌধুরী, যুবলীগ নেতা রিপন চৌধুরী, সাহেদ চৌধুরী, হাসান চৌধুরী, নাজমুল চৌধুরী, আজাদ চৌধুরী, বকুল চৌধুরী, রনি চৌধুরী, সানি চৌধুরী, শেখ নুর মিয়া, মজনু মিয়া, ৫নং ওয়ার্ড সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক সুহেল আহমেদ। সভায় বক্তাগণ আগামী ৫ এপ্রিল নবীগঞ্জ পৌর যুবলীগের সম্মেলন সফল ও স্বার্থক করার জন্য সকল নেতাকর্মীর প্রতি উদাত্ত আহবান জানান এবং কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও তার পরিবার নিয়ে কটুক্তিকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয়।