চুনারুঘাট প্রতিনিধি ॥ সমাজ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও যৌতুক দুর করতে পুলিশ প্রশাসন চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা মুলক কার্যক্রম শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার চুনারুঘাট উপজেলার অগ্রনী উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার এস এম রাজু আহমেদ। সকাল ১১টায় বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থীর মধ্যে সচেতনতা মুলক আলোচনায় অংশ নেন এসএসপি এস এম রাজু আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ সাহা, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ নুরুল ইসলাম, এসআই বিপ্লব কুমার, এস আই জাকির হোসেন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, সহকারি প্রধান শিক্ষক সুজিত কুমার দেব, শিক্ষক দিজেন্দ্র লাল কানু, কামিনী কুমার সিংহ, মনিরুল ইসলাম, বসির আহমেদ, শাহজাহান মিয়া প্রমূখ।