বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

লন্ডনে পার্লামেন্টের বাইরে গুলি আততায়ীসহ নিহত ৪, আহত ২০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ৪৭৫ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ লন্ডনের কেন্দ্রস্থল পার্লামেন্টের বাইরে ওয়েস্টমিনিস্টার ব্রিজে পথচারীদের ওপর সন্ত্রাসীদের গাড়ির চাপা এবং ছুরিকাঘাতে একজন মহিলা ও একজন পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত এবং ২০ জনের মতো আহত হয়েছে। আহত কয়েকজনের অবস্থা গুরুতর। একজন সন্ত্রাসী ছুরি নিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে আক্রমণ করলে অন্য পুলিশের গুলিতে সে নিহত হয়। আক্রান্ত পুলিশ কর্মকর্তা পরে নিহত হয়েছেন বলে জানায় দ্য গার্ডিয়ান ও ইন্ডিপেন্ডেন্ট।
westminsterambulance22032

parliament2203aw2অপরাহ্নে এই সন্ত্রাসী হামলার সময় পার্লামেন্টের অধিবেশন চলছিলো। গুলির শব্দে সেখানে এমপি ও অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পার্লামেন্টের অধিবেশন দ্রুত মুলতবি করা হয় এবং পুলিশ কর্ডন দিয়ে প্রধানমন্ত্রী থেরেসা মে-কে একটি গাড়িতে করে সরিয়ে নিয়ে যায়। তিনি নিরাপদ রয়েছেন।
একটি হুন্দাই ফোরহুইল গাড়ি নিয়ে পথচারীদের চাপা দেয়ার পর হামলাকারী তার গাড়ি নিয়ে পার্লামেন্টের দিকে এগুচ্ছিলো। এসময় আতঙ্কিত পথচারীরা এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে, কেউ কেউ টেমস নদীতে লাফিয়ে পড়ে। বিবিসির সাংবাদিক রবিনসন জানান, ব্রিজের ওপর শিক্ষা সফরে আসা ফরাসী টিনএজারদের একটি দলের ওপর গাড়ি তুলে দেয় সন্ত্রাসী হামলাকারী। ফরাসী প্রধানমন্ত্রী এখবর নিশ্চিত করেছেন।
গাড়ি চাপা পড়ে গুরুতর আহত হওয়ায় ব্রিজের ওপরই নিহত হন অন্তত একজন মহিলা। এই ঘটনায় অন্য এক ব্যক্তিও নিহত হন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। রাত সোয়া ১২টায় এই খবর লেখা পর্যন্ত সর্বশেষ যে তথ্য পাওয়া যায় তাতে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, এই সন্ত্রাসী ঘটনায় ছুরি নিয়ে হামলাকারী, একজন পুলিশ কর্মকর্তা ও একজন নারীসহ চার জন নিহত হয়েছে।
পথচারীদের চাপা দেয়া গাড়িটি পার্লামেন্ট চত্বরে পৌঁছার পর সেটি থেকে এক ব্যক্তি ছুরিহাতে বেরিয়ে আসে এবং একজন পুলিশ কর্মকর্তাকে ছুরি দিয়ে আঘাত করে। এসময় অন্য পুলিশের গুলিতে সে নিহত হয়।
সানডে এক্সপ্রেসের খবরে বলা হয়, এই ঘটনার পর পরই পার্লামেন্ট ভবনে একটি সন্দেহজনক প্যাকেট পাওয়া যায়। এর ফলে পার্লামেন্ট ভবন থেকে লোকজনকে তড়িঘড়ি করে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়। খবরে বলা হয়, হামলাকারীরা মধ্যবয়সী এশীয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। লন্ডন পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড এটিকে একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসাবে উল্লেখ করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লন্ডনের সন্ত্রাসী হামলার খবর জানানো হয়েছে এবং তিনি টেলিফোনে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-র সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন বলে জানিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা।
ব্রিটেনের মুসলিম কাউন্সিল এই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে এর নিন্দা জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com