স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার মোদক ফার্মেসীর কর্মচারি তপন চন্দ্র দাশ (৩০) কে মাদকসহ আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় সদর থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ চৌধুরী বাজার এলাকার নারিকেল হাটায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে উল্লেখিত পরিমাণ মদ উদ্ধার করা হয়। তফন নেত্রকোণা জেলার কালিজুরি থানার শিবপুর গ্রামের রসরাজ দাশের পুত্র। সে দীর্ঘদিন ধরে শহরের বাণিজ্যিক এলাকার পিন্টু মোদকের মালিকানাধীন মোদক ফার্মেসীতে কর্মচারি হিসেবে কর্মরত আছে। এ সুযোগে মাদক বিক্রির সাথে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে এসআই রুহুল আমিন বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।