স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার আটলিয়া শাহপুর এলাকায় সাদেক মিয়া (৩০) নামের এক গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সর্বস্ব লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত সাদেক তগলি গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র। আহত সূত্রে জানা যায়, সাদেক দীর্ঘদিন ধরে গরু ব্যবসা করে আসছেন। গতকাল ওই সময় গরু কিনতে টাকা নিয়ে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। উল্লেখিতস্থানে একদল দুর্বৃত্ত তাকে আটক করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাঁধা দিলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।