বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

হবিগঞ্জ জুডিসিয়াল ভবন হবে জেলার সবচেয়ে উচু ভবন-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৪১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, এপ্রিল মাসের শেষ সপ্তাহে আইনমন্ত্রী হবিগঞ্জে এসে নব নির্মিত জুডিসিয়াল ভবনের উদ্বোধন করবেন। ভবনটি ১০ তলায় উন্নীত করার জন্য আরও ২০ কোটি টাকার টেন্ডার হয়েছে। ফলে ভবনটি হবে জেলার সবচেয়ে উচু ভবন। হবিগঞ্জ বারের উন্নয়নের সুযোগ একবার নষ্ট হয়েছে। প্রধানমন্ত্রী যখন হবিগঞ্জে আসেন তখনকার বারের নেতৃত্বের অদক্ষতার জন্য এই সুযোগ নষ্ট হয়। আগামীতে আইনমন্ত্রী হবিগঞ্জে আসলে বারের উন্নয়নের আর একটি নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। অতীতে বার থেকে হবিগঞ্জের নেতৃত্ব সৃষ্টি হয়েছে। দেশের নেতৃত্বেও রয়েছেন আইনজীবীরা।
গতকাল রাতে হবিগঞ্জ আইনজীবী সমিতির প্রধান শাখায় বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে তাদের নেতাকর্মীরা মোটাতাজা হয়। অপরদিকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের কল্যাণ হয়। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যা দিয়েছে। তাদের ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এমপি আবু জাহির আরও বলেন, আমি জনপ্রতিনিধি হিসাবে হবিগঞ্জের সকল ক্ষেত্রেই উন্নয়ন সাধন করেছি। আমার স্বপ্ন-হবিগঞ্জ ও লাখাইয়ের প্রতিটি ইউনিয়নে একটি করে কলেজ স্থাপন করা। ইতোমধ্যে এই স্বপ্ন অভিযান শুরু হয়েছে। আগামীতে আমাকে নির্বাচিত করলে অবশ্যই এই স্বপ্ন পূরণ হবে।
আওয়ামী আইনজীবী পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাবেক এমপি এডঃ আব্দুল মোছাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিপি এডঃ সিরাজুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডঃ মনোয়ার আলী, জিপি এডঃ আফীল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এডঃ সালেহ আহমেদ, লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, এডঃ আব্দুল আহাদ ফারুক, এডঃ কামাল আহমেদ, এডঃ সুবীর রায়, এডঃ সুলতান মাহমুদ, এডঃ মোস্তফা মিয়া, এডঃ ইকবাল ভূইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, এডঃ মুজিবুর রহমান কাজল ও এডঃ নজরুল ইসলাম খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com