প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে গতকাল বিকাল ৪ঘটিকার সময় পানিউমদা বাজারে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রায়েছ চৌধুরীর নেতৃত্বে ও ছাত্রদল নেতা শাহ্ রাজু আহমদের সভাপতিত্বে এবং ছাত্র নেতা রোমান আহমদের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ থানা ছাত্রদল নেতা রায়েছ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌর ছাত্রদল নেতা অনির্বাণ নাগ। এতে উপস্থিত ছিলেন থানা ছাত্রদল নেতা মনির চৌধুরী, হাবিব আহমেদ, ক্বারী হাফিজ তুহিন, জসিম উদ্দিন, সেলিম, রোমান, এমদাদুল ইসলাম সুয়েদ, কুহিনুর, মিজান, রুমু, এমদাদ, কাউছার, জসিম, ফরুক, আবিদুর, তায়েফ, শিপু।
পৌর ছাত্রদল নেতা, মতিন আহমেদ, শাহ্ মশিউর, রোমান খাঁন, সুহেল, শাহ্ তানভীর। ১৩নং ইউনিয়ন ছাত্রদল নেতা শাহ্ সাজু, সিহাব খাঁন, শাহান চৌধুরী, মাহফুজ চৌধুরী, এরশাদ, তমাল, ছাব্বির, সাহিন, হুমায়ুন, আলাল, মুন্না, রুবেল দাশ, মিলাদ, ফরহাদ, রায়হান, রিপন, সাকিব, রুবেল শাহ্, শাহ রবিউল, ছামিউল, তোফায়েল, জাহাঙ্গীর, বেলাল শাহ্ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে রায়েছ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার উপর থেকে মামলা ও চার্জশীট বাতিল না করলে এবং তারেক রহমানকে স্ব-সম্মানে দেশে ফিরিয়ে না আনলে নবীগঞ্জের ১৩টি ইউনিয়নে একের পর এক কর্মসূচি পালন করা হবে।