স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাড়ড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে এক নববধূ আত্মহত্যা করেছে। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে নববধু তার পিত্রালয়ে এ ঘটনা ঘটায়। মৃত নববধু রুনা (২০) এর ভাই রিকশা চালক আব্দাল মিয়া জানান, একমাস আগে সদর উপজেলার পইল পশ্চিম পাড়া গ্রামের বিলাত মিয়ার পুত্র টমটম চালক লাইছ মিয়া (৩০) এর সাথে তার বোন রুনার বিয়ে দেয়া হয়। বিয়ের পর রুনা স্বামীর বাড়ি গিয়ে জানতে পারে লাইছ মিয়ার আরো ৩ স্ত্রী ও সন্তান রয়েছে। এ বিষয় নিয়ে লাইছের সাথে তার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে লাইছ তাকে মারপিট করে। সম্প্রতি আব্দাল রুনাকে নাইওর আনেন। গতকাল রবিবার লাইছ রুনাকে আনতে তাদের বাড়িতে যায় এবং রাত্রিযাপন করে। গতকাল সোমবার দুপুরে তাদের মাঝে ঝগড়া হয় ও লাইছ রুনাকে মারপিট করে ভলে পরিবারের লোকজন জানান। পরে রাগে রুনা ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। আশপাশের লোকজন চিৎকার শুরু করলে আফজালসহ অন্যান্যরা এগিয়ে এলে লাইছ মিয়া পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।