শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

প্যারিসে সন্ত্রাস বিরোধী সমাবেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৩৬০ বা পড়া হয়েছে

আবু তাহির, ফ্রান্স থেকে ॥ প্যারিস ও তার আশপাশের এলাকায় প্রবাসী বাংলাদেশিদের উপর ধারবাহিক সন্ত্রাসী হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেছে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির সর্বস্থরের প্রবাসীরা। প্যারিসের প্লাস দো লাচ্যাপেলে রবিবার বিকাল ৩টায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা থেকে বাংলাদেশিদের উপর হামলার প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে ফ্রেঞ্চ ভাষায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্যারিস বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শামসুল ইসলাম।
প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা সুনাম উদ্দিন খালিক, ঢাকা বিভাগ এসোসিয়েশন এর সভাপতি শাহজাহান সারু, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেইন কয়েছ, চট্টগ্রাম বিভাগ এসোসিয়েশনের সভাপতি শাহনেওয়াজ রশিদ রানা, বরিশাল বিভাগের সভাপতি মোতালেব খান, সুনামগঞ্জ জেলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি নুরুল আবেদীন, ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক মিজান সরকার, ইপিবিএ সহ-সভাপতি আশরাফুল ইসলাম, ঢাকা বিভাগের সহ-সভাপতি শাহজাহান রহমান, মনির হোসেন খাঁন, ইস্তা বাংলাদেশী কমিউনিটির অন্যতম নেতা নজরুল ইসলাম। রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইউরোপিয়ান আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকি, ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিঠন, ফ্রান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল খাঁন, ফ্রান্স আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক আকরাম খান, ফ্রান্স ছাত্রলীগের সভাপতি আশরাফুর রহমান। ফ্রান্সের সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি আবু তাহির, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেল, মাহবুব হোসেইন, অধ্যাপক আলম অপু, নিয়াজ উদ্দিন হীরা, মোহাম্মদ নূর। এছাড়া ফ্রান্সের বিভিন্ন এলাকা বিশেষ করে সার্সেল ইস্তা থেকে বিপুল সংখ্যক প্রবাসী ও ফ্রান্সের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন সম্মিলিত ও শান্তিপূর্ণ প্রতিবাদ শিল্প সাহিত্য ও সংস্কৃতির রাজ্য ফ্রান্সকে আরো সুন্দর ও সমৃদ্ধ করবে সাথে প্রতিষ্ঠিত হবে প্রবাসী বাংলাদেশিদের অধিকার। অত্যন্ত সফল প্রতিবাদ সমাবেশ হয়েছে উল্লেখ করে বলেন ফ্রান্সের কমিউনিটি নেতৃবৃন্দ ও প্রবাসীদের এ পরিশ্রম বৃথা যাবেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com