চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। সাবেক ইউপি চেয়ারম্যান আবু সালেহ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ। এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আশরাফুল আলম দুধু, ম্যানেজিং কমিটির সদস্য ফরিদ মিয়া, আক্তার হোসেন, উস্তার মিয়া মেম্বার, ব্রজেন্দ্র মাষ্টার, আশিকুর রহমান, ডাঃ আবুল কালাম, মুসফিক মাষ্টার, ছুরত আলী প্রমুখ।
সমাবেশে দুই শতাধিক মা অংশ নেয়। প্রধান অতিথি বিদ্যালয়ের একটি ভবন নির্মাণের ঘোষণা দেন।