নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এমপি মুনিম চৌধুরী বাবু সোনার লাঙ্গল ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে গতকাল রোববার বিকালে। হাজার হাজার জনতার উৎসাহ উদ্দীপনা নিয়ে ফাইনাল খেলা উপভোগ করেন।টুনামেন্টে ২০টি দল অংশগ্রহণ করে। গতকাল অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নেয় ইনাতগঞ্জ চিত্রাইল স্পোটিং ক্লাব বনাম দীঘলবাঁক স্পোটিং ক্লাব। খেলায় ২-০ গোলে জয়ী হয় ইনাতগঞ্জ চিত্রাইল স্পোটিং ক্লাব। খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনাতগঞ্জ জাতীয় পাটির সভাপতি সিরাজ উদ্দিন। মেম্বার আজির হাসান আরজুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম,এ মুনিম চৌধরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছুর রহমান, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জিহাদি, লন্ডন প্রবাসী মজিদ বক্স, জাতীয় তরুন পার্টির কেন্দ্রিয় যুগ্ম আহবায়ক মো: আব্দুল কাইয়ুম, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সরওয়ার শিকদার প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোঃ ইলাক উদ্দিন মাষ্টার, ইনাতগঞ্জ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তফাজ্জুল হোসেন, লন্ডন প্রবাসি ফিরুজ উদ্দিন, জাতীয় পার্টির সহ সভাপতি হাজী আব্দুস শহিদ, ইনাতগঞ্জ উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জামাল চৌধুরী, মেম্বার নাজিম উদ্দিন, জাপা নেতা শেখ ফয়জুল ইসলাম দিনু, তোফায়েল আহমদ ছায়েদ, হাজী মো: আলাউদ্দিন, হাজী মো: আলাফর উল্লা, হাজী রুপ উদ্দিন, সাজ্জাদুল আলম দুলু, সাবেক ফুটবলার নুর আলম, সালেক উদ্দীন, জিলু মিয়া, লালফর মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয়ী ইনাতগঞ্জ চিত্রাইল স্পোটিং ক্লাব এর অধিনায়কের হাতে সোনার লাঙ্গল ও দীঘলবাঁক স্পোটিং ক্লাবের অধিনায়কের হাতে ২১ ইঞ্চি রঙ্গিন টিভি পুরষ্কার হিসাবে প্রদান করেন।