মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জঙ্গীবাদ বিরোধী প্রচারণাসহ জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত কর্মশলায় যুবক-যুবতীসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিকুর রহমানের সভাপতিত্বে কর্মশলায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আজিজ, হবিগঞ্জ যুব উন্নয়নের উপ-পরিচালক মোঃ ফখর উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা আকিব উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লষ্কর, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, এনজিও প্রতিনিধি মোকলেছুর রহমান প্রমুখ।