স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশ ব্লক রেইড চালিয়ে বিভিন্ন মামলায় পলাতক ও সাজাপ্রাপ্ত ২৬ আসামীকে আটক করেছে। গত শনিবার রাত ১টা থেকে রবিবার ভোর পর্যন্ত সদর থানা পুলিশ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় সদর উপজেলার বামকান্দি গ্রামের হাফিজ মিয়া, যমুনাবাদ গ্রামের আরজু মিয়া, পশ্চিম ভাদৈ গ্রামের তাজুল ইসলাম, একই গ্রামের আলফু ও হারুনুন্নেসা, গদাইনগর গ্রামের বাবুল মিয়া, উচাইল গ্রামের কাওসার, চারিনাও গ্রামের আলী নেওয়াজ, গোবিন্দরপুর গ্রামের শের আলী, ফান্দ্রাইল গ্রামের নুরুল ইলাম ও গউস মিয়া, ২নং পুল এলাকার বাদল মিয়া, রাজিউড়া গ্রামের শাহজাহান, হুরগাও গ্রামের মোহাম্মদ আলী, বহুলা গ্রামের লাল মিয়া, গদাইনগর গ্রামের তাজ উদ্দিন, নোয়াগাও গ্রামের মজনু মিয়া, লস্করপুর গ্রামের রাসেল মিয়া, সুলতানশী গ্রামের রহমত আলী ও নবাব আলী এবং শরীফাবাদ গ্রামের আমিরুল ইসলামসহ ২৬ জন।
ওসি জানান, আটকদের মাঝে ২ জন সাজাপ্রাপ্ত আসামী এবং অবশিষ্ঠ ২৪ জনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, নারী নির্যাতনসহ খুনের অভিযোগে মামলা রয়েছে। গতকাল রবিবার বিকেলে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়।