লন্ডন প্রতিনিধি ॥ লন্ডনে ফ্রেন্ডস্ এলায়েন্স ৯২ ব্যাচের পূর্ব নির্ধারিত এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজমুদ্দিন তালুকদার মিঠু। উপস্থিত ছিলেন ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরী, জালাল আহমেদ, সাদেক ইকবাল, হুমায়ুন মুছা, রোমেল দাশ মিখন, দেবাশীষ বনিক দেবু, এ রহমান অলি। সভায় সাংগঠনিক আলোচনা শেষে বৃন্দাবন সরকারী কলেজের ইতিহাসের সাবেক অধ্যাপক আজিজুল হক স্যারের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহন করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
অপর দিকে বৃন্দাবন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মর্তুজা মিয়ার সহধর্মিনী ও হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ৯২ ব্যাচের ছাত্র শাহরিয়ার করিম শাকিলের মায়ের মৃত্যুতে ‘ফ্রেন্ডস এলায়েন্স’ গভীর শোক প্রকাশ করেছে। গতকাল শনিবার সংগঠনটির পক্ষে এক শোকবার্তায় নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।