স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকায় পৈত্রিক সম্পত্তি বিধবা মা ও ভাই বোনদের নির্যাতন করছে দুই সহোদর। সামাজিকভাবে বিষয়টি মিমাংসা না হওয়ায় নিরূপায় মা থানা ও আদালতে কুলাঙ্গার দুই সহোদরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। কিন্তু তাতেও আকিকুর রহমান সাজন ও মিজানুর রহমানের স্ত্রীদের কবল থেকে রক্ষা পাচ্ছে না বৃদ্ধা মা আনোয়ারা বেগম। চাঞ্চল্যকর এ বিষয়টি গতকাল শুক্রবার হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরেন শহরের মোহনপুর এলাকার বাসিন্দা মৃত সিরাজ মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম। লিখিত বক্তব্যে আনোয়ারা জানান, তার স্বামী সিরাজ মিয়া দীর্ঘদিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সহায় সম্পত্তি তিনি মৌখিকভাবে ৪ পুত্র ও কন্যাকে সমানভাবে বন্টন করে দেন। কিন্তু তাতে আপত্তি জানায়, দুই পুত্র মিজান ও সাজন। সম্প্রতি তারা দুই সহোদর মিলে পুরো সম্পত্তি গ্রাস করতে তৎপর হয়ে উঠে এবং মা-সহ অন্যান্য ভাইবোনদের উপর নির্যাতন শুরু করে। বিষয়টি সামাজিকভাবে মিমাংসার জন্য সম্প্রতি সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক মোহনপুর এলাকার এডভোকেট মোবারক হোসেন ফুল মিয়া, কাউন্সিলর আলমগীরসহ মুরুব্বীরা একাধিকবার সালিশ করেন। কিন্তু তারা সালিশ বিচার অমান্য করে তাদের উপর নির্যাতন অব্যাহত রাখে। এ ঘটনায় আনোয়ারা বেগমনসহ তার পুত্র লুৎফুর রহমান সদর থানায় পৃথক দুইটি জিডি এবং আদালতে মামলা দায়ের করেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেয়ায় আরো বেপরোয়া হয়ে উঠে মিজান ও সাজন। তিনি বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আর্কষণ করতে গতকাল বিকালে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।